দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা হাজী আব্দুল মান্নান
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাভার পৌর কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি দেশবাসীর কাছে বিনীতভাবে তাঁর জন্য দোয়া কামনা করছি।
আব্দুল মান্নান আরও বলেন, দেশের মানুষ বিএনপির এই নেত্রীর প্রতি আস্থাশীল। তিনি সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।





