সারাদেশ

জয়পুরহাটে সার সংকট নিরসনে কৃষি বিভাগের সঙ্গে বিএনপি নেতা ফয়সল আলিমের বৈঠক

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার কৃষকদের দীর্ঘদিনের চলমান সার সংকট সমাধানে উদ্যোগ নিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। রবিবার (৩০ নভেম্বর) জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. সাদিকুল ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই পক্ষ বাস্তবমুখী একটি প্রস্তাবনা উপস্থাপন ও পর্যালোচনা করেন, যার মাধ্যমে এলাকাবাসীর সার সংকট দ্রুত সমাধানের পথ সুগম হতে পারে বলে আশা করা হচ্ছে। ফয়সল আলিম কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, পরিবহন জটিলতা এবং স্থানীয় বাজারে মনিটরিং জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।
বৈঠকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জয়পুরহাট ও পাঁচবিবি থানার কয়েকজন কৃষক তাদের ভোগান্তি, মাঠপর্যায়ের বাস্তব চাহিদা এবং কাঙ্ক্ষিত সমাধানের বিষয়ে মতামত দেন।
কৃষকসহ সংশ্লিষ্ট সবাই আশা করছেন, ফয়সল আলিমের এই উদ্যোগ সার সংকট নিরসনে একটি কার্যকর ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন নিরাপদ রাখতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,