সারাদেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মফিকুল হাসান তৃপ্তির বাড়িতে কুরআন খতম ও দোয়া মাহফিল। 

মোঃ জাকির হোসেন  বেনাপোল-শার্শা :    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শার্শা উপজেলার পল্লীতে বিশেষ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ৩০ নভেম্বর)  উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সানাতনকাটি গ্রামে নিজের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করেন শার্শার গণমানুষের নেতা, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী  মফিকুল হাসান তৃপ্তি।
দোয়া মাহফিলে স্থানীয় হাফেজ, আলেম-ওলামা ও এলাকার নারী পুরুষ অংশ নেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন কারাবরণ এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গৃহবন্দী থাকার কষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার বিষয়টি তুলে ধরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মফিকুল হাসান তৃপ্তি বলেন, “দেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আইকন বেগম খালেদা জিয়া আজ নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের প্রার্থনা। জনগণের ভালোবাসাই তাঁকে শক্তি দেবে।”
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে তাঁর তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে আলেম-ওলামা ও হাফেজদের মাধ্যমে বিশেষ দোয়া এবং খাস মোনাজাত চলছে। দেশের মানুষের কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি এখন জাতীয় উদ্বেগের জায়গা, তাই তার সুস্থতার জন্য ব্যপক দোয়া ও প্রার্থনা অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,