জয়পুরহাটে টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে স্বামী পরিত্যক্তা নারী নিহত, আহত ভাতিজি
মোঃ জাহিদুল ইসলাম(জাহিদ),স্টাফ রিপোর্টার।
জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে আঘাত করে নুরুন্নাহার বেগম (৪০) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাতিজি খাতিজা খাতুন (২০)। মঙ্গলবার গভীর রাতে তাদের নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম চিরলা গ্রামের গফুর মণ্ডলের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং নুরুন্নাহার ও তার ভাতিজিকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে নুরুন্নাহার মারা যান। গুরুতর আহত খাতিজাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের অথবা ডাকাতির উদ্দেশ্যে এ হামলা হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষেই জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।





