রাজনীতি রাজনীতি সারাদেশ

পাবনার চাটমোহরে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতা

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার( পাবনা)

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল ও রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার  সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,বামনগ্রামের বাসিন্দা নবীর উদ্দিন মোল্লা (৭০) ও  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন (৫৪)।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা নবীর উদ্দিন মোল্লাকে এবং এদিন দিবাগত রাতে মধ্য শাীরখা মহল্লার নিজ বাড়ি থেকে স্চ্ছোসেবক লীগ নেতা মনোয়ারকে গ্রেফতার করা হয়। এ দুইজনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তাদেরকে আদঅলতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,