সারাদেশ

যশোরের শার্শায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী “রুপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ২:৩০ মি. দিকে নাভারন রেল স্টেশনে। নিহত বাবু শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত-জব্বার হোসেনের ছেলে। এসময় তার লাশ দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা “রুপসী বাংলা এক্সপ্রেস” ট্রেনে পাশে বসে ছিল মানসিক ভারসাম্যহীণ বাবু। পরে ট্রেনটি নাভারন স্টেশনে পৌঁছালে প্লাটফর্মে সাথে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে কেটে ক্ষতবিক্ষত হয়ে মারা যায়।
শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে শার্শার নাভারন নাভারন রেল স্টেশনে এক যুবক কাটা পড়ে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,