নবীনগরে ট্রাক প্রতীকের নজরুল ইসলাম নজুর সমাবেশে জনতার স্রোত।
মাজহারুল ইসলাম বাদল
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম নজুর প্রার্থী পরিচিতি ও জনসভা আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী দলে দলে মাঠে এসে সমবেত হতে থাকেন। দুপুর ৩টার পর গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা ভিপি নুরুল হক নুর সভাস্থলে পৌঁছালে পুরো মাঠ জনস্রোতে পরিণত হয়।
নেতাকর্মী ও সমর্থকদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, প্রিয় নেতা ভিপি নূরকে দেখে। স্থানীয় জনগণ বলেন,
“আমরা বহুদিন পর এমন গণজোয়ার দেখলাম। ট্রাক প্রতীককে ঘিরে সাধারণ মানুষের আগ্রহই প্রমাণ করে নজরুল ইসলাম নজুর প্রতি মানুষের আস্থা কতটা গভীর।”
গণ অধিকার পরিষদের নারী কর্মী রহিমা বেগম বলেন, “আমরা চাই মানুষের কথা শোনেন এমন নেতা। নজু ভাই সেই যোগ্যতা রাখেন। আজকের জনসভা আমাদের বিশ্বাস আরও শক্ত করেছে।”
মাঠপর্যায়ে তরুণ ভোটারদের মধ্যেও ছিল উল্লেখযোগ্য উদ্দীপনা। স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া বলেন, “নির্বাচনে প্রতিযোগিতা থাকলেও মানুষের মনোভাব স্পষ্ট এবার ভোট উন্নয়নের পক্ষে যাবে।”
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকের জনসভাকে ট্রাক প্রতীকের এক বিরল গণশক্তির প্রদর্শনীতে পরিণত করেছে। দিনব্যাপী এই বিশাল সমাবেশে নজরুল ইসলাম নজু তার জনপ্রিয়তা এবং শক্তিশালী সাংগঠনিক ক্ষমতার সুস্পষ্ট প্রমাণ রেখেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।





