ঝিনাইদহে আটর্নি জেনারেল বলেন তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর।
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা—এ প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, ধরেই নিতে হবে—তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার।
সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জুলাই গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিচার বিলম্বিত করা বা ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই।
শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





