সারাদেশ

পঞ্চগড়ের মানবিকতার আলোকবর্তিকা শিক্ষক টি এম মনোয়ার হোসেন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
শিক্ষকতার মতো মহৎ পেশার পাশাপাশি মানবিকতা, সমাজসেবা ও সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক টি এম মনোয়ার হোসেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে শিক্ষার্থীদের শিক্ষায় সহযোগিতা সব ক্ষেত্রেই তিনি নিজেকে তুলে ধরেছেন একজন অনুকরণীয় সমাজসেবক হিসেবে।
সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত এক কলেজছাত্রীকে প্রয়োজনীয় কাপড় উপহার দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। এর আগেও ২৫ জন অসহায় মানুষকে শাড়ী লুঙ্গি এবং এক অসচ্ছল ব্যক্তিকে নিজ উদ্যোগে ঘর নির্মাণ করে দিয়েছেন। বহু শিক্ষার্থীকেও তিনি নিয়মিত লেখাপড়ার সহায়তা প্রদান করেন। জনসম্মুখে নীরবচর হলেও তার মানবিক কাজের আলো ছড়িয়ে যাচ্ছে চারদিকে।
টি এম মনোয়ার হোসেন ১৯৭৮ সালের ১২ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তরনীপাড়ায় জন্মগ্রহণ করেন। বি.এসসি ও বি.এড ডিগ্রি অর্জনের পর তিনি শিক্ষকতাকে জীবনপেশা হিসেবে বেছে নেন। সাহিত্যচর্চা, গান শোনা, বইপড়া ও ভ্রমণ তার নেশা।
শিক্ষকতা ছাড়াও তিনি একজন লেখক। তার প্রকাশিত মৌলিক গ্রন্থের সংখ্যা ১৮টিরও বেশি। যৌথ গ্রন্থ ১৫০ এর অধিক। এছাড়া ‘রক্তে ভেজা বাংলা’, ‘দীপিকা’ এবং ‘ভেলা’ ম্যাগাজিনসহ বেশ কিছু প্রকাশনার সম্পাদক হিসেবেও কাজ করেছেন। আধুনিক, ভাওয়াইয়া, পল্লীগীতি, দেশাত্মবোধক ও বিচ্ছেদধর্মীসহ বিভিন্ন ধাঁচের ১৫০টিরও বেশি গান লিখেছেন তিনি।
২০০৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন ধূমকেতু সাহিত্য পরিষদ, যা পঞ্চগড়ের সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ লেখকদের অনুপ্রাণিত করতে তিনি নিয়মিত আয়োজন, পরামর্শ ও সৃজনশীল কর্মযজ্ঞ পরিচালনা করে আসছেন।
মানবিকতা, সাহিত্যসেবা ও শিক্ষকতার এক অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে তার জীবন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তার এমন নিরলস প্রয়াস প্রশংসিত হচ্ছে সর্বত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,