সারাদেশ

ঝিনাইদহে নারী’ সংবর্ধনা ও বেগম রোকেয়া দিবস-২০২৫: পালিত হল। 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
 ঝিনাইদহে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগে এক মনোজ্ঞ আলোচনা সভা ও ৬ জন ‘অদম্য নারী’-কে সম্মাননা প্রদান করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোকিত করে এই বিশেষ আয়োজন করা হয়। বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন নারী শিক্ষার অগ্রদূত ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার যুগান্তকারী অবদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নকে সমাজের স্থায়ী উন্নয়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অন্যান্য বক্তারা জোর দিয়ে বলেন, সমাজে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে কেবল পরিবার নয়, সমাজের প্রতিটি অংশকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মুন্সি ফিরোজা সুলতানা এবং জেলা মহিলা সংস্থার কর্মকর্তা হাবিবুর রহমান সহ সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা।
 ৬ ‘অদম্য নারী’ পেলেন সম্মাননা
আলোচনা সভার সমাপ্তিতে ঝিনাইদহের ছয়জন কৃতী নারীকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় দৃষ্টিনন্দন সম্মাননা স্মারক ও সনদপত্র। এই ছয় মহীয়সী নারী হলেন:
 ফারজানা ববি বিশ্বাস (সফল নারী: অর্থনীতি)
 রুপালী খাতুন (সফল নারী: শিক্ষা ও চাকরি)
লতিফা বেগম (সফল জননী)
শারমিন সুলতানা (জীবন সংগ্রামে জয়ী)
ফেরদৌসী বেগম (সমাজ উন্নয়নে অবদান)
রেহেনা খাতুন (সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী)
এই আয়োজনের মাধ্যমে ঝিনাইদহবাসী একদিকে যেমন নারী অধিকারের বাতিঘর বেগম রোকেয়ার আদর্শে উদ্দীপ্ত হলেন, তেমনি নিজেদের জীবনে সংগ্রামের মাধ্যমে জয়ী হওয়া নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,