সদরপুরে রোকেয়া দিবসে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর থেকে
ফরিদপুরের সদরপুরে নারীর ক্ষমতায়ন, অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, যৌন সহিংসতা প্রতিরোধ এবং নারী-শিশুর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপকে সামনে রেখে বেগম রোকেয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি ঘিরে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের অংশ সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এবং সদরপুর থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারী-পুরুষ সমতা ও সহিংসতা মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।





