কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন পরিক্ষা-২০২৫ ফলাফল প্রকাশ
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে । বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ফুড পার্ক রেস্টুরেন্টে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটি দ্বীনি শিক্ষাব্যবস্থা । আমরা চাই আগামীতে যাতে আরো বড় পরিসরে এ কার্যক্রম গুলো চলমান থাকে এবং আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনাদের পাশে থাকা ও সহযোগিতার করার আশ্বস্ত করছি ।
মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করার জন্য এই বৃত্তির আয়োজন করা হয়েছে । আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করব ইনশাল্লাহ । পরীক্ষার ফলাফল প্রকাশ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম উপস্থিত মাদ্রাসা শিক্ষকদের সামনে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এ বৃত্তি পরীক্ষায় ১৮৭ জন মেয়ে ও ১০৭ জন ছেলে সহ মোট ২৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । এদের মধ্যে ৪০ জন ট্যানেল ফুল ও ৮১ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয় ।




