সারাদেশ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি জয়পুরহাট জেলা শাখার আহবায়ক  সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল।  সিনিয়র যুগ্ম আহবায়ক নাফি দেওয়ান, জেলা সদস্য সচিব মো: রাহিসুল ইসলাম, এনসিপি নেতা বোরহান হোসেন, অরিয়স অফ জুলাই এর জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম।
সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জহুরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, সহ অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিলে শ্লোগানে গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হব, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, তুমি কে? আমি কে? হাদি হাদি, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ স্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
মিছিল শেষে হামলাকারীদের ২৪ ঘণ্টার ভেতর গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান নেতা কর্মীরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,