সারাদেশ

শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি ছামিউল  আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ এ সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বাৎসরিক পিকনিক, নতুন সহযোগী সদস্য হিসেবে দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল আহাদকে  মনোনীত, সাংগঠনিক ও আয় – ব্যয় সহ বিভিন্ন বিষয় স্থান পায়।
সভায় আলোচনায় প্রেসক্লাবের উন্নয়নের ক্ষেত্রে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সহ সাধারণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,