সারাদেশ

আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছাড়তে বাধ্য হয়। অকুতভয় বাংলার মুক্তিযোদ্ধারা বিজয়ের প্রতীক হিসেবে সিরাজগঞ্জ শহরে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।
জানা যায়, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জে অবস্থানরত পাক হানাদার বাহিনীর মনোবল ভেঙে পড়তে শুরু করে। তাদের সহযোগী তথাকথিত শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরাও সীমিত এলাকায় আত্মগোপনে চলে যায়। ১৩ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা কৌশলগতভাবে তিন দিক থেকে পাক হানাদার বাহিনীকে ঘিরে ফেলেন। স্থল ও নৌপথ মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। কেবলমাত্র রেলপথটি কিছু সময়ের জন্য পাক বাহিনীর দখলে ছিল।
সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আমির হোসেন ভুলু, মরহুম ইসমাইল হোসেন, পলাশডাঙ্গা যুব শিবিরের প্রতিষ্ঠাতা ও মহান জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার প্রয়াত আব্দুল লতিফ মির্জা, যুদ্ধকালীন ব্যাটালিয়ন কমান্ডার মরহুম লুৎফর রহমান অরুন, গাজী শফিকুল ইসলাম শফি (কোম্পানি কমান্ডার) এবং পান্না বাহিনীর প্রধান প্রয়াত টিএম শামীম পান্নাসহ অসংখ্য মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জের রেলওয়ে ঘাট, যমুনা নদীর তীরবর্তী এলাকা, কাজীপুর মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হন।
পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের হাত থেকে রক্ষা পেতে ট্রেনযোগে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের পাঠানো অগ্রবর্তী রেকি দলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ ধ্বনি দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে বিজয় উল্লাস করেন। পরে তারা সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ধ্বংসপ্রাপ্ত শহীদ মিনারের পাদদেশে সমবেত হয়ে দেশ গঠনের শপথ গ্রহণ করেন।
এ সময় প্রয়াত আমির হোসেন ভুলুকে মুক্তিবাহিনীর আঞ্চলিক অধিনায়ক এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেনকে প্রশাসনিক প্রধান হিসেবে ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ শহর থেকে পাক হানাদার বাহিনীর পলায়নের সঙ্গে সঙ্গে জেলার বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালী, উল্লাপাড়া, শাহজাদপুরসহ বিভিন্ন থানা এলাকা শত্রুমুক্ত হয়।
১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,