সারাদেশ

বেগম জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া মাহফিল

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। মাহফিলে দোয়া পরিচালনা করেন ৪৮ নওগাঁ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল সহ অন্যান্যরা।

মাহফিলে বক্তারা বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষ মোনাজাত করছেন। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশের সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধার পাত্র। তিনি দ্রুত সুস্থ হয়ে ফের দেশের কল্যাণে ভূমিকা রাখবেন বলেন প্রত্যাশা করেন বক্তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,