সারাদেশ

চিলমারীতে “পারিবারিক পুষ্টিবাগানের জন্য কৃষকদের মাঝে সার, বীজ ও গাছ” বিতরণ 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগন প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা কৃষি অফিসার “কৃষিবিদ কনক চন্দ্র রায়ের” সভাপতিত্বে ” ৩০ টি কৃষক পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য সার, বীজ ও গাছ” বিতরণ করা হয়েছ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব রাজু আহমেদসহ কৃষি অফিসের অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানাগেছে, পারিবারিক পুষ্টিবাগানের সদস্যদের পুষ্টিরমান বজায় রাখতে, ফরমালিন মুক্ত ফল ও সবজির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ফরমালিন মুক্ত কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই তাদের এই কার্যক্রম বলে জানা গেছে।
এ সময় উপজেলার ৩০টি পারিবারিক পুষ্টি বাগানের সদস্যদের মাঝে জনপ্রতি “জাম্বুরা গাছ ১টি, লেবু গাছ ২টি, মাল্টা গাছ ১টি, আম গাছ ১টি ও পেয়ারা গাছ ১টি, নেট ১পিচ, ঝাঝাড়ি ১টি, ১প্যাকেজ সবজি বীজ (৩ মৌসুমের জন্য মোট ২২ প্রকার শাক-সবজি বীজ, দেড় শতক জমির জন্য), ৫ কেজি ইউরিয়া সার, ৫ কেজি টিএসসি সার, ৫ কেজি জিপসাম ও ৫ কেজি এমওপি সার” বিতরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,