সারাদেশ

ওসমান হাদী’র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে:- এ্যাব নেতৃবৃন্দ 

চট্টগ্রাম প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের অগ্রভাগের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে
মানববন্ধন করেছে
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ – চট্টগ্রাম, এ্যাব।
সোমবার বিকেল চারটায় নগরীর প্রেস ক্লাব চত্বরে,
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামে’র সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও সাবেক সহ- সভাপতি এ্যাব চট্টগ্রাম’র প্রকৌশলী খাঁন মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র(বাসস) ব্যুরো চীফ মোঃ শাহ নেওয়াজ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে জুলাই – আগষ্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের অগ্রসৈনিক,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তফশিল ঘোষণার আগে- পরে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।সেই সাথে অবৈধ অস্ত্র উদ্ধার সহ চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। জনগণের জান মালের নিরাপত্তা দিতে হবে, যাতে করে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রকৌশলী শহিদুল ইসলাম, সাংবাদিক আলমগীর নুর, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী নাজমুল হোসেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,