বেনাপোলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতায় :সৃজনশিখা
জাকির হোসেন, বেনাপোল (শার্শা):
বেনাপোল পৌরসভার প্রধান প্রধান সড়কে একদল ছাত্রদের অংশগ্রহণে
সোমবার(১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বেনাপোল বাজার এলাকায় তারা এই অভিযান চালান। মহতি উদ্যোগের এ কর্মসূচিতে অংশ নেন বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং কাব-স্কাউটবৃন্দ। পরিচ্ছন্ন অভিযানটিতে নেতৃত্ব দেন “সৃজনশিখা’ সংগঠনটির প্রধান উপদেষ্টা মো: মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটি’র প্রতিষ্ঠাতা মো.নাজমুল হুসাইন জয়।
শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি’র প্রায় ৫০ জনেরো অধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। বেনাপোলের প্রধান প্রধান সড়কসহ বেনাপোল বাজার এলাকায় তারা পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালান। রাস্তার পাশে এবং ফুটপথে যত্রযত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার সহ তারা হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনতা মূলক বিভিন্ন স্বাস্থ্য-সুরক্ষা সম্পর্কে প্রচার-প্রচারনা চালানো হয়।
এ সময় সংগঠনটি’র প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম পথচারী এবং দোকানিদের সাথে কথা বলেন এবং নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। এ সময় তিনি আরো বলেন-বেনাপোল পৌর শহর’কে আধুনিকায়ন করতে যেমন অবকাঠামো উন্নয়নের প্রয়োজন,তেমনি শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করাও বিশেষ প্রয়োজন। বিশ্বের উন্নত দেশের মতো প্রয়োজনে যত্রতত্র আবর্জনা ফেলার জন্য আমরা জরিমানা আদায়ের মতো সিদ্ধান্ত নিতে পারি।
অংশ গ্রহণ মূলক এ অভিযানে সাংবাদিক আজিজুল হক, মো: সাহিদুল ইসলাম শাহীন,মনির হোসেন,মো:রাসেল ইসলাম ও তামিম হোসেন সবুজ উপস্থিত ছিলেন।





