সারাদেশ

পেশার শরিফুলের বাড়ি দেবীগঞ্জে অনুষ্ঠিত হল নাইট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় ক্রিকেট দলের বা হাতি পেশার শরিফুল ইসলামের বাড়ির পাশে আবাদি জমির মাটিতে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটের নাইট টুনামেন্টের ফাইনাল খেলা।
১৫ ডিসেম্বর সোমবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাত ৯ টার সময় শুরু হয় ক্রিকেট টুনামেন্টের খেলা। দেবীগঞ্জ উপজেলার মৌমারীতে শরিফুল ইসলামের গ্রামের বাড়ির পার্শ্বের আবাদি জমির উপর ১৬ দলীয় টুনামেন্টের উদ্ধোধন অনুষ্ঠিত হয় ১০ ডিসেম্বর। এএস স্পোর্টস এ টুনামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় দিনাজপুরের বিরল ক্রিকেট একাদশ ও পঞ্চগড়ের বোদা উপজেলার ক্রিকেট একাদশ একে অপরের মোকাবেলা করেন। টসে জিতে বোদা ক্রিকেট একাদশ ১৫২ রান করতে সক্ষম হন। জয়ের জন্য দিনাজপুরের বিরল ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১২২ রানে অলআউট হয়ে।
৩০ রানে বোদা ক্রিকেট একাদশ জয়ী হয়। পরে বিজয়ী দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দল ফ্রিজ তুলে দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
টুনামেন্টে ১৬টি দল অংশ নেন। প্রতিটি টুনামেন্টের খেলা ১২ ওভারে খেলা হয়। প্রতিটি খেলায় ৯জন করে খেলোয়াড় অংশ নেন। ১৫ ডিসেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্ধোধনী খেলায় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনামেন্টের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ শাহীন ইবনে ইমান। বা হাতি পেশার শরিফুল ইসলাম উদ্ধোধনী খেলায় বল নিক্ষেপ করেন এবং জাতীয় দলের খেলোয়াড় নাসির হোসেন বল মোকাবেলা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,