বিজয়ের মাসে দেবীগঞ্জে বিএনপির বিজয় মিছিল
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
৫৫ তম মহান বিজয় দিবসের বিজয় মিছিল করেছে দেবীগঞ্জ উপজেলা বিএনপি।
১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে বিজয় মিছিলটি বের হয়ে দেবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিনেমা হল চত্বরে এসে শেষ হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ বিজয় মিছিলের নেতৃত্ব দেন।
বিজয় মিছিল শেষে সিনেমা হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, আজকে ৫৫ তম বিজয় মিছিল করলাম। এরপর বিজয় মিছিল করবো নির্বাচনে জয়ী হওয়ার পর। আমরা অপেক্ষা করতেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেছেন নির্বাচনে ব্যক্তি নয় ধানেরশীষ মার্কা দেখে ভোট দিবেন। তিনি আরও বলেন, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল আজকে তারা বিজয় মিছিল করেছে। তারা নাকি ঢাকায় ক্ষমা চাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখছে। তার অপেক্ষায় বাংলাদেশের জনগন। আপনারা ধানেরশীষের প্রচারনা শুরু করে দেন। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি
সরকার গঠন করবে।
বিজয় মিছিলে এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু, ছাত্রদলের সদস্য সচিব তুহিন বসুনিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানাসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলের ১০ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




