সারাদেশ

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জাতীয় নাগরিক পার্টি, জেলা জাতীয় যুব শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত জয়পুরহাট স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মার্চ অনুষ্ঠিত হয়। তারপর সেখানে বিভিন্ন সরকারি দপ্তর, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ও
খেলোয়াড় ক্লাব তাদের ডিসপ্লে প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট -১ আসনে এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওহাব, জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত জয়পুরহাট -১ আসনে এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিবুল হক সানজিদ প্রমুখ।
ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,