সারাদেশ

কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

বোরহান উদ্দিন : কালুখালী,রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে উপজেলা পরিষদ চত্ত¡রে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় কালুখালী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার পক্ষে অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত ফকির সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন সহ অন্যান্যরা, পাংশা হাইওয়ে থানার পক্ষে অফিসার ইনচার্জ সহ অন্যান্যরা, উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসাপাতালে পক্ষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে সকাল ৯টায় উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা ওড়ানো হয়। বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পারেড কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার শুভ উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয়।

দুপুর ২টায় মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,