সারাদেশ

বাংলাদেশের ইতিহাস বিকৃত নয় বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়ে জানতে হবে –ইউএনও 

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
ইতিহাস বিকৃত নয় বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়ে জানতে হবে জানাতে হবে বলে মন্তব্য করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক।
১৬ ডিসেম্বর সকালে শহর উদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
এর আগে তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কাছে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে হাতীবান্ধা থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ,সহকারী কমিশনার (ভুমি) রন্টি পোদ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোহাম্মদ আসাদুল্লাহসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোকজন এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতীবান্ধা উপজেলা কমান্ড এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বলেন,স্বাধীনতার এত দিন পড়েও বীর মুক্তিযোদ্ধাদের এভাবে সংবর্ধনা সত্যিই গৌরবের বিষয়।
তিনি নবাগত উপজেলা নির্বাহী অফিসারের এ দায়িত্ববোধ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,