সারাদেশ

চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে  উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির হাসিমপুর মোল্লাপাড়া স্কুল মাঠে চম্পাতলী উদীয়মান ক্লাব ও পাঠাগারের আয়োজনে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতাসহ নানান খেলাধুলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চম্পাতলী উদীয়মান ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন ৩নং ফতেজংপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম(শফি)।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চম্পাতলী উদীয়মান ক্লাব ও পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান(আতিক), কাঁচিনিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মাবুদ, হাসিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, হাসিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ওয়াহিদা বেগম, চম্পাতলী উদীয়মান ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন(সবুজ),সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল মবিন(সবুজ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াসহ সকল সদস্যবৃন্দ।
খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,