সারাদেশ

বিজয় দিবসে মানবতার সেবায় লক্ষী মেমোরিয়াল হাসপাতাল

মহামুনিতে ফ্রি স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় অবস্থিত লক্ষী মেমোরিয়াল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি। বিজয়ের আনন্দকে মানুষের সেবার মাধ্যমে উদযাপন করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগ গ্রহণ করে, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
একদিনব্যাপী এই কর্মসূচির আওতায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় শতাধিক নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয় এবং ৫০ বছর ও তদূর্ধ্ব বয়সী রোগীদের জন্য রাখা হয় ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসা ব্যয়ের কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না—এই কর্মসূচি তাদের জন্য এক বড় সহায়ক ভূমিকা পালন করেছে। অনেক রোগী দীর্ঘদিন পর প্রথমবারের মতো বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
লক্ষী মেমোরিয়াল হাসপাতালের কর্তৃপক্ষ জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বিজয়ের চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার অংশ হিসেবেই এই ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ফ্রি স্বাস্থ্যসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা লক্ষী মেমোরিয়াল হাসপাতালের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এমন উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিতভাবে এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা চালু থাকলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লক্ষী মেমোরিয়াল হাসপাতাল দীর্ঘদিন ধরে মহামুনি ও পার্শ্ববর্তী এলাকার মানুষের আস্থা অর্জন করে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। জাতীয় দিবসসহ বিভিন্ন সামাজিক উপলক্ষে হাসপাতালটি মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,