সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী’র মৃত্যু

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী নামে এক মোটরসাইকের চালক কারারক্ষী’র মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে বুধবার ১৭ ডিসেম্বর সকাল ১০ টার দিকে নওগাঁর মান্দা উপজেলাধীন নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলা বাজার এলাকায়।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগার এর কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তার বাড়ি চাপাইনবয়াবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে রাজশাহী থেকে নওগাঁ অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় সে দূর্ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশের এসআই আশীষ কুমার সন্যাল বলেন, বাস চাপায় ঘটাস্থলেই ঐ কারারক্ষী নিহত হোন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,