প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা স্কুলে বিজয় দিবস উদযাপন
কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলীর শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা স্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে বিদ্যালয় ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
এছাড়া, বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যেখানে তুলে ধরা হয় বীর শহীদদের বীরত্বগাথা ও বিজয় দিবসের তাৎপর্য। আলোচনা সভায় সাউদার্ন ইউনিভার্সিটি ও ইউ.এস.টি.সির প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর উদ্বোধনী বক্তব্য দেন এতে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. শরীফ আশরাফউজ্জামান।
এছাড়াও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




