সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
সদরপুর থেকে শিমুল তালুকদার
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৮ ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১১ টায় আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়,
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেমিটেন্স যোদ্ধা এবং গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, ফরিদপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মামুনুর রশিদ,
রেমিট্যান্স যোদ্ধা মোঃ হেলাল, সাংবাদিক সেক সোবাহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা রেমিট্যান্স যোদ্ধাদের প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন সকল রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।




