রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা উঠানো হয়নি পঞ্চগড়ের ডাচবাংলা, আনসার ভিডিপি ব্যাংকে
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। শোকের দিন সরকারি, বেসরকারিসহ সকল স্থায়িত্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য বলা হয়। সরকারের সে নির্দেশনা অপমান্য করে সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন তিন ব্যাংক কর্তৃপক্ষ।
ডাচবাংলা ব্যাংক ও আনসার ভিডিপি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। আনসার ভিডিপি ব্যাংক পঞ্চগড়ের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মোহতাসিম বিল্লাহকে একাধিক বার ফোন দেয়ার পরেও ফোন ধরেননি।
তবে ডাচবাংলা ব্যাংক লিমিটেড পিএলসি পঞ্চগড় শাখার ম্যানেজার আহসানুল কবির বলেন, আমি পতাকা উঠানোর জন্য বলে এসেছি। তারপরেও কেন পতাকা উঠায়নি, বিষয়টি আমি শুনে পতাকা উঠানোর জন্য বলছি। আপনারা নিউজ করিয়েন না।
২০ ডিসেম্বর সকালে ব্যাংক গুলোর কার্যালয়ে গিয়ে দেখা যায় পতাকা উঠানো হয়নি।
বিষয়টির কারন জিজ্ঞেস করার জন্য তার ব্যবহার করা মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ছাড়াও ডাচবাংলা ব্যাংক পঞ্চগড় শাখা, পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় সদর শাখা ছাড়াও বিভিন্ন অফিসে পতাকা উঠানো হয়নি।
পতাকা উঠানো হয়নি জেলা ক্রীড়া সংস্থার অফিসে। ক্রীড়া সংস্থার কর্মকর্তাকে জানালে তিনি বলেন, অফিসে তো লোকই নেই। আমি আছি অতিরিক্ত দায়িত্বে। পতাকা কে উঠাবে।
এছাড়াও নজরুল পাঠাগার, ব্র্যাক ব্যাংক, বীজ প্রত্যয়ন এজেন্সি, সেটেলমেন্ট অফিসেও উঠানো হয়নি জাতীয় পতাকা।
পল্লী সঞ্চয় ব্যাংকের আজিজুল হককে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দিনাজপুর জোনাল ম্যানেজার আলমগীর হোসেন জানান, বিষয়টি আমি জানিনা। তবে খোজ নিয়ে জানাচ্ছি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলতে বলেন।
জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, আমরা প্রত্যেকটি অফিসকে চিঠি দিয়েছি পতাকা উঠানোর জন্য। অনেক অফিসে আবার কর্মকর্তা নেই। ঠাকুরগাঁও থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তারপরেও বিষয়টি আমরা দেখছি।




