সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত,আহত ১

ইসমাইল ইমন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো
দক্ষিণ চট্টগ্রাম- কক্সবাজার মহা সড়কের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুই পথচারী চাপা পড়ে মো. হামিদ নামে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আব্দুল করিম নামে অপর এক পথচারী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে মিনিবাসকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে পথচারী দুজন চাপা পড়েন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, গুরুতর আহত আব্দুল করিমকে চমেক হাসপাতালে আইসিইউ না থাকায় ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,