খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে বিজিবির নজরদারি
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
খুলনায় এনসিপির বিভাগীয় নেতা ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টসহ সীমান্ত এলাকায় কড়াকড়ি নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে মাথায় গুলি করার পর সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে লক্ষ্যে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে সকল যাত্রী ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি কৃষিকাজের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং পুরো সীমান্তজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে।




