দেবীগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে অবহিতকরন কর্মশালা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের
সাপোর্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার এন্ড চাইল্ড বিনিসিউ শীর্ষক প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, সমাজসেবা কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, দেবীগঞ্জ মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মহিলারা উপস্থিত ছিলেন।





