দেবীগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
একেএম বজলুর রহমান, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে ১শ ৮ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এ এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড়ের সদস্য এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি কালবেলা ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনিরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন ও সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমূখ।




