জয়পুরহাটে গরু কেনার তিন দিনের মাথায় ২লাখ ৬০ হাজার টাকা দামের গরু চুরি
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
কষ্টার্জিত অর্থে কেনা দুটি গরু কেনার মাত্র তিন দিনের মাথায় চুরির শিকার হয়েছেন শ্রী শিশির চন্দ্র দাস (৪০) নামে এক কৃষক। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পূর্ব ইটাইল গ্রামে এ চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশির চন্দ্র দাস পূর্ব ইটাইল গ্রামের মৃত শ্রী দেবনাথ দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) তিনি জয়পুরহাট নতুনহাট পশুর হাট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে দুটি গরু কিনে বাড়িতে নিয়ে আসেন বলে জানাগেছে। সংসারের প্রয়োজন মেটানোর আশায় কেনা সেই গরুগুলো ৭২ ঘণ্টা না যেতেই চোরচক্রের কবলে পড়ে।
ঘটনার রাতেই প্রকৃতির ডাকে ঘুম ভেঙে গেলে শিশির চন্দ্র দাস ঘরের বারান্দায় বের হয়ে গোয়ালঘরের দিকে তাকান। তখনই তার সন্দেহ হয়। পরে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চুরি সহজ করতে আগেই গরু রাখার জায়গায় শিং কেটে নেয় চোরেরা।
এ ঘটনায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তিনি বলেন, “অনেক কষ্ট করে টাকা জমিয়ে গরু দুটি কিনেছিলাম। এত দ্রুত সব শেষ হয়ে যাবে ভাবিনি। পরিবার নিয়ে এখন চরম দুশ্চিন্তায় আছি।” ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয়দের অবহিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে সাধারণ কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “সকালে বিষয়টি অবগত হয়েছি। গরু চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





