পাহাড়ে স্বাস্থ্যসেবার আলোর রেখা: মানিকছড়িতে লক্ষী মেমোরিয়াল হাসপাতাল সেবা ছড়িয়ে দিচ্ছে ঘরে ঘরে”
মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনিতে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে লক্ষী মেমোরিয়াল হাসপাতাল। ৭ মে ২০২৩ থেকে চালু থাকা এই হাসপাতালটি ধারাবাহিকভাবে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
দীর্ঘদিন ধরে দূরবর্তী পাহাড়ি এলাকায় উন্নত চিকিৎসা সুবিধার অভাবে ভোগা মানুষদের জন্য হাসপাতালটি এক গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে। আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসা, অভ্যন্তরীণ রোগী ভর্তি সুবিধা এবং জরুরি চিকিৎসা সেবা রয়েছে। বিশেষভাবে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। গর্ভকালীন নিয়মিত পরীক্ষা, নিরাপদ প্রসব এবং শিশুর স্বাস্থ্য পর্যবেক্ষণের মাধ্যমে স্থানীয় নারীরা নিরাপদ সেবা পাচ্ছেন।
চিকিৎসার আওতায় সাধারণ রোগের চিকিৎসা, সীমিত পরিসরে সার্জারি এবং আধুনিক ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। ল্যাবরেটরিতে ইসিজি, এক্স-রে, আলট্রাসনোগ্রাম এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নির্ভুলভাবে সম্পন্ন করা হচ্ছে, যা আগে পেতে রোগীদের জেলা শহরে যেতে হতো।
হাসপাতাল চত্বরে নিজস্ব ফার্মেসি রয়েছে, যেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে রাখার কারণে নিম্ন ও মধ্য আয়ের মানুষজনও নির্বিঘ্নে সেবা নিতে পারছেন।
স্থানীয়রা বলছেন, মহামুনিতে লক্ষী মেমোরিয়াল হাসপাতালের কার্যক্রম শুধু চিকিৎসা প্রদান করছে না, বরং মানুষের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার এই ধারাবাহিক উপস্থিতি স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার বার্তা ছড়িয়ে দিচ্ছে।




