সারাদেশ

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে  ময়মনসিংহের যুবলীগ নেতা রাসেল পাঠান আটক

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাসপোর্টে ভারতে যাওয়ার সময় তিনি ইমিগ্রেশনের স্টপলিস্টে তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, যাচাইয়ের সময় রাসেল পাঠানের পাসপোর্ট নম্বর (এ০৮৯১৩৯১৩) ইমিগ্রেশনের স্টপলিস্টে কালো তালিকাভুক্ত পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরবর্তীতে তাকে আটক করা হয়।
আটক রাসেল পাঠান ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল পাঠানের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-৩৬, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; জিআর নং-৭৯৭, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; ধারা-৬/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এজাহারে অভিযুক্ত ও  ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-৩০, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; জিআর নং-৭১২, তারিখ ১২ ডিসেম্বর-২০২৪; ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৪৩৫/৪৩৬ দন্ডবিধি ১৮৬০;৩ সহ বিস্ফোরক দ্রব্য আইন ২০০৯; দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভারতে যাওয়ার সময় পাসপোর্টের তথ্য যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা এলে রাসেল পাঠানকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,