মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ! আহত-২
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিকবার আলী শিকদার নামে এক কৃষকের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ঘড়ের আসবাবপত্র ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। তাদের বাধা দিলে হামলায় দুইজন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানাগেছে, পৌর এলাকার চরকাশিমপুর গ্রামের ইউসুফ আলী সরদারের ছেলে সিকবার শিকদার উত্তর কৃষ্ণনগর গ্রামের আনোয়ার খানের কাছ থেকে ২৭.৫০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর সিকবার শিকদার ওই জমিতে একটি টিনসেটের ঘড় তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। এই ঘর উত্তোলনের পর থেকেই জমি বিক্রেতা আনোয়ার খানের ভাই মনির খান ও তার লোকজন মিলে ক্ষিপ্ত হয়ে শিকবার আলী শিকদারকে বিভিন্ন সময় প্রান নাশের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করলে মনির খান ও তার লোকজন মিলে সিকবার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে বেদম মারপিট চালায়। পরে তারা সিকবার শিকদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটায়। পরে সিকবার শিকদার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় সিকবার শিকদারের স্বজন মোঃ মুরাদ সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আহত সিকবার জানান, বিনা কারনে আমার বাড়ি ঘড়ে আগুন দিয়ে ঘর থেকে ২০ হাজার টাকা এবং অনেক স্বর্নলংকার লুট করে নিয়ে গেছে মনির খান ও তার লোকজন। আমি মনির খানের বিচার চাই।
এবিষয় জানতে চাইলে মনির খান ঘটনা অস্বীকার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, অভিযোগ থানায় পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





