মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজিত এ পরীক্ষায় ৪র্থ ও ৭ম শ্রেণির বিদ্যালয় শিক্ষার্থী এবং ৪র্থ ও ৭ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসাহ ও আগ্রহ নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় এবং পুরো সময়জুড়ে কেন্দ্রে বিরাজ করে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। তারা সার্বিক ব্যবস্থাপনা, তদারকি ও শৃঙ্খলার প্রশংসা করেন এবং এমন উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন।
উল্লেখ্য, এ মেধাবৃত্তি পরীক্ষা আবদুল হানান স্মৃতি ফাউন্ডেশন ও আবদুল হানান গণ-গ্রন্থাগারের উদ্যোগে পরিচালিত হয়। পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন লায়ন নূরে হাবিব তসলিম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আলতাফ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিল বদরখালী জেনারেল হাসপাতাল, বদরখালী, চকরিয়া, কক্সবাজার।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।





