ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ জন।
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১ নম্বর মজলিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় বাকাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— কাঠের হাতলযুক্ত দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একাধিক ধারালো চাপাতি ও ছোরা, দুটি স্লিংশটসহ মোট ১১টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রুবেল (৩৮)। পিতা মৃত হাজী আব্দুল আলীম। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বড় বাকাইল (মিজান টাওয়ারের বাড়ি) এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জেলা পুলিশ।




