সারাদেশ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বেলা দুইটার পর থেকে ঢাকার শাহবাগ মোড়ে এ অবরোধ শুরু হয়।

এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের সব পথ বন্ধ করে দিয়ে মোড়ের মাঝখানে অবস্থান নেন। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ থেকে মৎস্যভবন এবং শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড—সব দিকের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বেলা দুইটার পর আনুষ্ঠানিকভাবে শাহবাগ মোড় বন্ধ করে দেয় ইনকিলাব মঞ্চ। ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা একটু পরপর স্লোগান দিচ্ছেন।

এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

এর আগে, আততায়ীর গুলিতে নিহত ওসমান হাদির হত্যার বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড়ে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন।

শনিবার রাত ১১টার দিকে অবরোধস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। যারা ঘটনার পেছনে আছে, তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব।”

ডিএমপি কমিশনারের এই বক্তব্যের পর শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে জানানো হয়, রোববার ডিএমপির পক্ষ থেকে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের ৮ বিভাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

ঘোষণা অনুযায়ী, রোববার দুপুর ২টার পর থেকে ঢাকায় শাহবাগ মোড়ে এবং দেশের অন্যান্য বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,