তীব্র শীতে অসহায় মানুষের পাশে উপজেলা প্রশাসন, ডিমলায় শীতবস্ত্র বিতরণ
হযরত আলী বেলাল, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি: তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি দিতে নীলফামারীর ডিমলা উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত (২৭ ডিসেম্বর) শনিবার রাতে উপজেলার পূর্ব ছাতনাই, টুনিরহাট, খগারহাট-সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, ডিমলার উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে গভীর রাতে সরাসরি এলাকায় গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্টে না থাকে- এই লক্ষ্যকে সামনে রেখেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়। শীতকাল জুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। স্থানীয়রা জানান, হাড় কাঁপানো শীতে প্রশাসনের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। বিশেষ করে এতিম শিশু ও অসহায় মানুষরা এই সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন।
এদিকে উপজেলা প্রশাসন ডিমলার পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে মানবিক দায়িত্ব পালন আরও ফলপ্রসূ হবে।




