সারাদেশ

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন নিজ নিজ প্রার্থীরা। এতে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। একই সময়ে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অপর দিকে মাদারীপুর ৩ আসনে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেন, মাওলানা আজিজুল হক।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা জানান, মাদারীপুর-২ আসনে জাহানদার আলী জাহান একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা। জনগণের প্রত্যাশা পূরণে তারা দু’জনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,
“জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। মাদারীপুরের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তবে আমি তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।
এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-২ আসনে জাহানদার আলী জাহানের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ও মাদারীপুর ৩ আসনে মনোনয়ন পত্র জমা দেন আনিসুর রহমান খোকন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,