সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী) হিসেবে তাপসের মনোনয়ন দাখিল। 

মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি’ বিদ্রোহী প্রাথী (স্বতন্ত্র প্রার্থী) হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১:৩০ দিকে  উৎসবমুখর পরিবেশে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে হাজারো নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। তারা স্লোগান, মিছিল ও করতালির মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন জানান।
মনোনয়ন দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, তিনি নবীনগরের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন।তিনি আরোও বলেন,আমি আপনাদের জন্য নির্বাচনে দাঁড়িয়েছে।আপনারা আমার সুখে দুঃখে পাশে ছিলেন আমি আপনাদের পাশে আছি।আমরা যদি মানুষের কাছে যেতে পারি,সঠিক ভাবে ভোট চাইতে পারি তাহলে জনাব তারেক রহমানকে এ সিট উপহার দিতে পারবো ইনশাআল্লাহ্।
জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,