সারাদেশ

ঝিনাইদহে তিন শিশুকে রাস্তায় ফেলে ‘প্রেমের স্বর্গে’শারমিন।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপায় যেন এক উল্টো পুরাণের জন্ম দিলেন শারমিন খাতুন নামের এক মা। যে মা হওয়ার কথা ছিল বিপদে সন্তানের শেষ আশ্রয়, সেই মা-ই আজ পরকীয়ার মোহে অন্ধ হয়ে নিজের নাড়িছেঁড়া তিন সন্তানকে ফেলে ঘর বেঁধেছেন প্রেমিকের সাথে।
ঘর ভাঙলো, মন ভাঙলো, ভাঙলো শৈশব
তামিনগর গ্রামের দিনমজুর শাহিনুরের সাজানো সংসার ছিল তার তিন সন্তান—তাসনিম (১১), রুবায়া (৮) আর ছোট্ট সিয়াম (৫)-কে নিয়ে। কিন্তু পরকীয়ার বিষাক্ত ছোবলে সেই সুখের নীড় এখন শ্মশানে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী শেখড়া গ্রামের স্বাধীনের সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের টানে শারমিন বিসর্জন দিয়েছেন মাতৃত্বের মহান পরিচয়। স্বামীর ঘর থেকে নগদ টাকা ও গয়না নিয়ে তিনি পাড়ি জমিয়েছেন প্রেমিকের ঠিকানায়।
বিছানায় পড়ে থাকা মায়ের কাপড়ের ঘ্রাণ খুঁজে বেড়ানো ৫ বছরের সিয়ামের অবুঝ প্রশ্ন— “মা কেন আমাদের ফেলে গেল?” এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। ১১ বছরের বড় বোন তাসনিম এখন নিজের চোখের জল মুছে ছোট ভাই-বোনদের সামলাচ্ছে। মায়ের আঁচলের বদলে তাদের কপালে এখন জুটছে প্রতিবেশীদের করুণা আর বাবার দীর্ঘশ্বাস।নানা বাড়ি থেকেও মেলেনি ঠাঁই, যেন এই শিশুদের কোনো অপরাধ ছিল!
সমাজতাত্ত্বিকরা বলছেন, এটি কেবল একটি পরকীয়ার ঘটনা নয়, বরং আমাদের পারিবারিক কাঠামোর এক চরম ধস। মাত্র ২৫ দিন আগে স্বামীকে তালাক দিয়ে আইন-কানুনের তোয়াক্কা না করে প্রেমিকের ঘরে ওঠা শারমিনের এই সিদ্ধান্তে পুরো শৈলকুপায় বইছে নিন্দার ঝড়। স্থানীয়রা দাবি তুলেছেন, এমন দায়িত্বজ্ঞানহীন মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যেন আর কোনো শিশুর শৈশব এভাবে ধূলিসাৎ না হয়।
অনিশ্চিত ভবিষ্যতের মুখে তিনটি প্রাণ
দিনমজুর বাবা শাহিনুর এখন দিশেহারা। একদিকে সংসারের অভাব, অন্যদিকে তিন সন্তানের দেখাশোনা—সব মিলিয়ে তার জীবন আজ পাথর চাপা কান্নার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তুলেছেন: প্রেম কি মাতৃত্বের চেয়েও বড় হতে পারে?”
 আইনের মারপ্যাঁচে শারমিন হয়তো নতুন জীবন গড়বেন, কিন্তু তাসনিম-রুবায়াদের মনের গহীনে যে ক্ষত তিনি রেখে গেলেন, তা কোনোদিন পূরণ হবে কি? সমাজের কাছে এই শিশুদের আর্তনাদ আজ এক মস্ত বড় প্রশ্নচিহ্ন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,