পথচারীদের গরম রাখতে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা
শিমুল তালুকদার সদরপুর (ফরিদপুর):
তীব্র শীত ও হিমেল হাওয়ায় পথচারীদের কষ্ট লাঘবে গাছের গুড়ি জ্বালিয়ে আগুনের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে সদরপুর-ফরিদপুর আঞ্চলিক সড়কের পাশে এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে কনকনে শীত ও ঘন কুয়াশায় সকাল-সন্ধ্যায় সড়কে চলাচল করা মানুষজন চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশাচালকদের শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি উদ্যোগ নিয়ে সড়কের পাশে গাছের গুড়ি জ্বালিয়ে আগুন ধরান, যাতে পথচারীরা কিছুটা হলেও গা গরম করতে পারেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শীতের সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী চালকরা মাঝেমধ্যে গাড়ি থামিয়ে আগুন পোহান। শুধু চালকরাই নন, আশপাশের এলাকার বৃদ্ধসহ সব বয়সী মানুষ সেখানে এসে আগুনের তাপে শীত নিবারণ করছেন। এতে শীতের কষ্ট কিছুটা হলেও কমছে বলে জানান তারা।
এ বিষয়ে এক ভ্যানচালক বলেন, সকাল ও রাতের বেলা শীত খুব বেশি থাকে। এই আগুনের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে গা গরম করার সুযোগ পাচ্ছি।
এলাকাবাসীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা। তারা বলেন, শীতের সময় এ ধরনের ছোট উদ্যোগও মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনে।




