টাঙ্গাইল-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সাজেদুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যুথীর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থকসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহাম্মদ আখিনুর মিয়া বলেন, টাঙ্গাইল-৬ আসনের জনগণ নৈতিকতা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চান।
এ সময় তিনি তাঁর নির্বাচনী প্রচেষ্টার জন্য এলাকাবাসীসহ সবার দোয়া কামনা করেন।




