সারাদেশ

টাঙ্গাইল-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাজেদুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যুথীর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থকসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহাম্মদ আখিনুর মিয়া বলেন, টাঙ্গাইল-৬ আসনের জনগণ নৈতিকতা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চান।
এ সময় তিনি তাঁর নির্বাচনী প্রচেষ্টার জন্য এলাকাবাসীসহ সবার দোয়া কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,