ঝিনাইদহের সন্তান নিহত সিলেটের সড়ক দুর্ঘটনায়
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
সিলেটে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের সন্তান মনিরুল ইসলাম নিহত হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিলেট আঞ্চলিক কার্যালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষে শিববাড়ী এলাকার ভাড়া বাসায় ফেরার পথে সিলেট–ঢাকা মহাসড়কের মমিনখোলা এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।




