অবৈধ অস্ত্র লেনদেন ঠেকাতে সেনাবাহিনীর অভিযান: খাগড়াছড়িতে পিস্তলসহ আটক এক’জন
মোঃ রানা মিয়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
খাগড়াছড়িতে অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে আসা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আইয়ুব (৪৬) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
আটক আইয়ুব চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ইছহাক। ডাকঘর কদমতলী এবং থানা রাঙ্গুনিয়া।
সেনাবাহিনী সূত্র জানায়, পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বীর জোনের একটি বি-টাইপ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে আইয়ুবকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩০ বীর জোন সদরে নেওয়া হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও সংশ্লিষ্ট অন্যান্য আলামতের উৎস যাচাইসহ বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




