সারাদেশ

লক্ষীছড়িতে যুব সমাজের মানবিক উদ্যোগ: শীতার্তদের জন্য ‘মানবতার দেওয়াল’ উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ

মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

“প্রয়োজনীয় কাপড় নিন, অপ্রয়োজনীয় দিয়ে যান”—এই মানবিক বার্তায় লক্ষীছড়িতে চালু হয়েছে ‘মানবতার দেওয়াল’, যা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ বাদামতলা এলাকায় উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্যোগটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুব সমাজের রাহুল আমিন, আনিসুর রহমান আনিস, হাফিজুর রহমান, সোহেল এবং স্থানীয় সংবাদ মাধ্যমের প্রধান অ্যাডমিন ও প্রবাসী সাংবাদিক রমজান আলী জিসান। মানবতার দেওয়ালে নতুন ও ব্যবহারযোগ্য শীতবস্ত্র ও কাপড় রাখা হয়েছে, যা সমাজের বিত্তবানরা দিয়ে যেতে পারবেন এবং দরিদ্র ও অসহায়রা প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং যুব সমাজের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মানবতার দেওয়ালটি নিয়মিত কার্যক্রমের আওতায় রাখা হবে।
উপস্থিতরা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবানরা সহযোগিতা অব্যাহত রাখবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,